এক্সপ্লোর
লোকগাথা অনুযায়ী আশ্বিনের শুক্লপক্ষের চতুর্দশীতে তারা মায়ের আবির্ভাব, করোনা পরিস্থিতিতে আজ তারাপীঠে চলছে বিশেষ পুজো
তারাপীঠে তারা মায়ের আবির্ভাব তিথি উপলক্ষে শক্তির আরাধনা। তবে করোনা আবহে ভক্তের সংখ্যা এবার অনেকটাই কম। লোকগাথা অনুযায়ী, আশ্বিনের শুক্লপক্ষের চতুর্দশীতে তারা মায়ের আবির্ভাব৷ কথিত আছে, পাল রাজত্বের সময়কালে স্বপ্নে তারা মায়ের নির্দেশ পেয়ে চতুর্দশীতে শ্মশান থেকে তাঁর মূর্তি এনে মন্দিরে প্রতিষ্ঠা করেন জয় দত্ত সওদাগর। সেই উপলক্ষে প্রতি বছরের মতো আজও তারাপীঠে বিশেষ পুজোর আয়োজন৷
ভোরে মূল মন্দির থেকে মায়ের বিগ্রহ বের করে পশ্চিম দিকে মুখ করে বসানো হয় বিশ্রাম মঞ্চে। সকালে মঙ্গলারতির পর দেওয়া হয় শীতল ভোগ। সন্ধ্যারতির পর বিগ্রহকে আবার ফিরিয়ে নিয়ে যাওয়া হবে মূল মন্দিরে। সেখানে অভিষেকের পর শুরু হবে ভোগ রান্না। রাতে মাকে দেওয়া হবে অন্ন ভোগ।
ভোরে মূল মন্দির থেকে মায়ের বিগ্রহ বের করে পশ্চিম দিকে মুখ করে বসানো হয় বিশ্রাম মঞ্চে। সকালে মঙ্গলারতির পর দেওয়া হয় শীতল ভোগ। সন্ধ্যারতির পর বিগ্রহকে আবার ফিরিয়ে নিয়ে যাওয়া হবে মূল মন্দিরে। সেখানে অভিষেকের পর শুরু হবে ভোগ রান্না। রাতে মাকে দেওয়া হবে অন্ন ভোগ।
বাংলা
'রাজনৈতিক প্রতিহিংসার চূড়ান্ত ছবি দেখেছি', ক্ষোভ উগরে দিলেন অনিকেত মাহাতো
বিদায় ২০২৫, স্বাগত ২০২৬: ফেস্টিভ মুডে শহর থেকে জেলা, বর্ষবরণ উদযাপনে ব্যস্ত কলকাতা
'প্রত্যেক জায়গায় নরেন্দ্র মোদির প্রার্থী, এই পদ্মফুলকে জেতাতে হবে', বার্তা সুকান্তর
'এলাকায় থাকতে হবে MLA-দের, নিতে হবে একাধিক কর্মসূচি', টাস্ক বেঁধে দিলেন অমিত শাহ
'ছাব্বিশের ভোটে কি দায়িত্ব, তা পার্টি বলবে', প্রতিক্রিয়া দিলীপ ঘোষের
আরও দেখুন



















